ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাজারে আসুসের আরওজি অ্যালাই
অনলাইন ডেস্ক

গেমিং ব্র্যান্ড আসুস রিপাবলিক অফ গেইমারস (আরওজি) বাংলাদেশের বাজারে এনেছে আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ড। 

আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এমডি ৪ ন্যানোমিটার ৮ কোর/ ১৬ থ্রেড রাইজেন জেড১ এক্সট্রিম প্রসেসর। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা এই কনসোলে আছে বিভিন্ন গেম স্টোর ব্যবহারের অপশন।

স্টিম, এক্সবক্স গেম পাস, এপিক, জিওজি সহ অন্যান্য গেমিং প্ল্যাটফর্মের গেম খেলার সুযোগ রয়েছে এতে। গেমাররা নিজে একা খেলার পাশাপাশি টিভির সাথে হ্যান্ডহেল্ডটি যুক্ত করে বন্ধুদের সাথেও গেমিং করতে পারবে। 

এছাড়াও হ্যান্ডহেল্ডটির এক্সটারনাল জিপিইউ, আরওজি এক্সজি মোবাইল স্যুট ব্যবহারের মাধ্যমে পাওয়া যাবে গেমিং এক্সপেরিয়েন্স।

আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ডটিতে ব্যবহার করা হয়েছে ৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এতে রয়েছে হাই-স্পিডের এলপিডিডিআরফাইভ ৬৪০০ মেগাহার্টজ বিশিষ্ট ডুয়াল চ্যানেলের ১৬ জিবি মেমোরি। এর  স্টোরেজের সুবিধায় রয়েছে ৫১২ জিবি পিসিআইই ৪.০ এনভিএমই এসএসডি স্টোরেজ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর