ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভয়েস মেসেজে নতুন যে ফিচার যোগ করলো হোয়াটসঅ্যাপ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠালে আপনি তা একবার ক্লিক করে খুলে ফেললে আর দ্বিতীয়বার দেখতে পাবেন না। ভিউ ওয়ান্স অপশন ব্যবহারের এটাই মজা। দু’বছর আগেই এই আকর্ষণীয় ফিচার এনেছিল এই মেসেজিং অ্যাপ। এবার ভয়েস মেসেজেও যুক্ত হলো এই ফিচারটি।

এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা আপনা-আপনি গায়েব হয়ে যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও সেভাবেই কাজ করবে। খবরে বলা হয়, ফিচারটি এমন পরিস্থিতির জন্য উপযোগী, যখন গ্রাহক কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করতে চান। যেমন ক্রেডিট কার্ডের নম্বর, গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য যা শুধুমাত্র একবার শোনা উচিত। এর ফলে ভয়েস মেসেজটি গ্রাহকের অন্য কোনো ফোল্ডারে সেভ হয়ে থাকবে না।

ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ ছবি ও ভিডিওয়ের মতো ‘ওয়ান টাইম’ আইকন দিয়ে চিহ্নিত করা হয়। হোয়াটসঅ্যাপ বলেছে, ভিউ ওয়ান্স ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর