ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৩০ বছর পর বদলে যাচ্ছে মাইক্রোসফটের কিবোর্ড, আসছে এআই বাটন
অনলাইন ডেস্ক

অনেকদিন পর বড় পরিবর্তন আসতে চলেছে মাইক্রোসফট কিবোর্ডে। ৩০ বছরের পরিচিত মাইক্রোসফট কিবোর্ড অবশ্য আমূলে বদলে যাচ্ছে। বরং বহুল ব্যবহৃত এই কিবোর্ডে যুক্ত হচ্ছে এআই বাটন।

এই বোতাম ব্যবহার করে মাইক্রোসফটের এআই টুল 'কোপাইলট' ব্যবহার করা যাবে। তবে এতে দরকার পড়বে উইন্ডোজ ১১ এর নতুন পিসি ভার্সনটি।

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআই-এ বেশ বড় ধরণের বিনিয়োগ করেছে মাইক্রোসফট। ফলে কোম্পানি দুটির মধ্যে পারস্পরিক প্রযুক্তিগত সম্পর্কও ভালো। এটি কোপাইলটের এআই ক্ষমতাকে বহুগুণে শক্তিশালী করেছে। 

মূলত মাইক্রোসফট ৩৬৫ ও বিং সার্চের মতো নিত্যদিনের ব্যবহার্য বিষয়ের সাথে এআইকে যুক্ত করেছে।

মাইক্রোসফটের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে, এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে প্ল্যাটফর্মগুলোর ব্যবহার সহজ করতে সাহায্য করবে। 

মাইক্রোসফটের নতুন এই কিবোর্ড এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে বাজারে পাওয়া যাবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর