ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ায় অ্যাপলকে ১২০ কোটি রুবল জরিমানা
অনলাইন ডেস্ক

নভেম্বরে ফেডারেল অ্যান্টি-মনোপলি সার্ভিসের (এফএএস) এক রায়ের পর রাশিয়া সরকারকে ১২০ কোটি রুবল (১ কোটি ৩৫ লাখ ডলার) অ্যান্টিট্রাস্ট জরিমানা দিয়েছে অ্যাপল।

তবে অর্থ পরিশোধের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।   

এফএএসের মতে, অ্যাপল ২০২২ সালের জুলাইয়ে অ্যাপ ডেভেলপারদের তার অ্যাপ স্টোরের বাইরে ক্রয়ের বিকল্পগুলি সম্পর্কে গ্রাহকদের অবহিত করার জন্য নিষিদ্ধ করে রাশিয়ার একচেটিয়া বিরোধী আইন লঙ্ঘন করেছে। অ্যাপলের নীতিমালায় প্রতিষ্ঠানটির নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে।

এর আগে ২০২০ সালে রাশিয়ান সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কি ল্যাবের দায়ের করা মামলায় রাশিয়াকে ৯০ কোটি ৬০ লাখ রুবল (১ কোটি ১ লাখ ডলার) জরিমানা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ক্যাসপারস্কি ল্যাব-এর প্যারেন্টাল কন্ট্রোল প্রোগ্রাম ‘অন্যায়ভাবে’ প্রত্যাখ্যান করার পর অ্যাপ স্টোরে প্রতিযোগিতা সীমাবদ্ধ করার দায়ে প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: আরটি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর