ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক ছবি তুলেই চির নিদ্রায় জাপানের চন্দ্রযান?
নিজস্ব প্রতিবেদক

সফল অবতরণের পরই বাঁধে বিপত্তি। জাপানের চন্দ্রযান ‘স্লিম’ ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে উলটে গিয়েছিল। তবে এক সপ্তাহ পর সব প্রতিকূলতা পেরিয়ে জেগে উঠেছিল স্লিম। 

কিন্তু এখন চাঁদে রাত নেমেছে। ল্যান্ডারটিও তাই বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো সূর্যালোক  পাচ্ছে না। ফলে পরবর্তীতে এটি আর জেগে নাও উঠতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। 

জাপানের মহাকাশ সংস্থা জাক্সা’ গেল বৃহস্পতিবার সন্ধ্যার আগে চাঁদের ‘শিওলি’ ক্রেটারে মহাকাশযানটির তোলা শেষ ছবি শেয়ার করেছে। এমন এক সময়ে ছবিটি তোলা হয়েছে যখন চাঁদে রাত নেমে আসছিল। 

চাঁদের একট রাত পৃথিবীর দুই সপ্তাহের সমান। আর সে সময়ে তাপমাত্রা মাইনাস ১৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর