ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অ্যামাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন বেজোস
অনলাইন ডেস্ক

টেক জায়ান্ট অ্যামাজনের বিভিন্ন অনলাইন ও ক্লাউড পরিষেবার প্রায় এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যার বাজারমূল্য প্রায় দুইশ' কোটি ডলার।

বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনীর গত শুক্রবার আদালতে জমা দেওয়া নথিতে উঠে আসে এ শেয়ার বিক্রির বিষয়।

গত সপ্তাহেই অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোম্পানির পাঁচ কোটির বেশি শেয়ার বিক্রি করতে পারেন বেজোস।

শর্ত সাপেক্ষ এ বিক্রির পরিকল্পনা শুরু হয়েছে ২০২৩ সালের ৮ নভেম্বর। আর এটি বাস্তবায়ন হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে।

গত বছর অ্যামাজনের শেয়ারমূল্য বেড়েছে ৮০ শতাংশের বেশি। ১৯৯৪ সালে একজন বই বিক্রেতা হিসাবে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজোস। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর