ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ধারণার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেল আইফার্মার
অনলাইন ডেস্ক

কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ধারণার জন্য অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) ইনক্লুসিভ ফিনটেক শোকেস পুরস্কার পেয়েছে বাংলাদেশের কৃষিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) আইফার্মার লিমিটেড।

উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারে স্বল্প আয়ের মানুষদের জন্য আর্থিক সেবা সহজলভ্য করার উদ্যোগগুলোকে এ পুরস্কার দিয়ে থাকে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর জোট হিসেবে পরিচিত এএফআই। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে আইফার্মার লিমিটেড।

এএফআই ইনক্লুসিভ ফিনটেক শোকেস পুরস্কারের জন্য বিভিন্ন দেশ থেকে ১২টি প্রতিষ্ঠান চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। পরে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিচারকদের রায়ে প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশের আইফার্মার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় পেয়েছে যথাক্রমে সিয়েরা লিওনের মোসাবি এবং ভারতের রেভফিন। 

বিজয়ী তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এল সালভাদরে অনুষ্ঠেয় এএফআই গ্লোবাল পলিসি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি এক বছরের জন্য এএফআইয়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে। এ ছাড়া লুক্সেমবার্গ হাউস অব ফাইন্যান্সিয়াল টেকনোলজির সদস্যপদও পাবে প্রতিষ্ঠানগুলো।

আইফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ বলেন, এই অর্জন কৃষকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশব্যাপী কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করার জন্য আমাদের পরিশ্রমের প্রতিফলন। আমরা খুবই আনন্দিত যে, কৃষকদের জন্য উদ্ভাবনী সমাধান নিয়ে আসার প্রয়াস বৈশ্বিক মঞ্চে সমাদৃত হয়েছে। এই স্বীকৃতি আমাদের প্রচেষ্টাকে আরও সুসংহত করার জন্য আমাদের অনুপ্রাণিত করবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর