ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে নেটফ্লিক্সের আয় বেড়েছে
অনলাইন ডেস্ক

বৈশ্বিক ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের মুনাফা বেড়েছে চলতি বছরের প্রথম তিন মাসে। ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ারিংয়ের সুযোগ গত বছর থেকে বন্ধ করে প্রতিষ্ঠানটি। 

আর সেকারণেই প্রতিষ্ঠানটির আয় এভাবে বেড়েছে বলে উল্লেখ করেছে বিবিসি।

নেটফ্লিক্স বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে তাদের ৯৩ লাখ গ্রাহক যুক্ত হয়েছে। সব মিলিয়ে নেটফ্লিক্সের গ্রাহক এখন ২৭ কোটি।

এ সময়ে ২৩০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন এই স্ট্রিমিং জায়ান্ট। তবে আগামী বছর থেকে তারা আর ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করবে না।

বিবিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নেটফ্লিক্সের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫% বেড়ে ৯৩৭ কোটি ডলার হয়েছে। গ্রাহক সংখ্যা না দেখানোর সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের কেউ কেউ বলছেন, হয়ত নেটফ্লিক্সের গ্রাহক বৃদ্ধির প্রবণতা শেষ হয়ে আসছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর