ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাকারবার্গকে পেছনে ফেললেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক
মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক

ধনকুবের ইলন মাস্ক মার্ক জাকারবার্গকে টপকে গেছেন। মেটা প্লাটফর্মের শেয়ার ১৮ বিলিয়ন ডলার কমে যাওয়ায় তার জায়গা দখল করেছেন টেসলার প্রতিষ্ঠাতা। ফলে বর্তমানে বিশ্বের তৃতীয় ধনীর জায়গা দখল করতে চলেছেন তিনি। 

গালফ নিউজের খবরে বলা হয়েছে, মেটার শেয়ার বৃহস্পতিবার নিউইয়র্কে ১১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি দ্বিতীয় ত্রৈমাসিকে নিজেদের বিক্রয় প্রত্যাশার চেয়ে কমতে পারে এমন পূর্বাভাসের পর এ পতন হয়েছে।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুসারে, মেটার শেয়ার পতনের ফলে মার্ক জাকারবার্গের সম্পত্তি কমে এখন ১৫৭ বিলিয়ন ডলারে ঠেকেছে। অন্যদিকে ইলন মাস্কের সম্পদ ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে ১৮৪ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

চলতি মাসের শুরুতে এ দুই বিলিয়নিয়ার নিজেদের অবস্থান থেকে ছিটকে যান। গত তিন মাসে টেসলার গাড়ি সরবরাহ কমে যাওয়ায় ২০২০ সালের পর প্রথমবারের মতো জাকারবার্গ মাস্ককে ছাড়িয়ে যান।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর