ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতীয় কোম্পনির বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের টেসলা
অনলাইন ডেস্ক

ইলন মাস্কের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা তাদের ব্র্যান্ড (‘টেসলা পাওয়ার’) ব্যবহার করে ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য একটি ভারতীয় ব্যাটারি প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ক্ষতিপূরণ এবং নয়াদিল্লির বিচারকের কাছ থেকে কোম্পানির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে।

চলতি সপ্তাহে দিল্লি হাইকোর্টে একটি শুনানিতে টেসলা বলেছে, ২০২২ সালের এপ্রিলে নাম ব্যবহার বন্ধ ও বিরতির নোটিশ পাঠানো সত্ত্বেও ভারতীয় সংস্থাটি ‘টেসলা পাওয়ার’ নামে পণ্যের বিজ্ঞাপন অব্যাহত রেখেছে। 

মামলার বিবাদী পক্ষ যুক্তি দিয়েছে, এর মূল ব্যবসা ‘সীসা অ্যাসিড ব্যাটারি’ তৈরি করা। বৈদ্যুতিক যানবাহন তৈরির কোনও উদ্দেশ্য তাদের নেই।

আদালতের রেকর্ডে দেখা যায়, আত্মপক্ষ সমর্থনে একগুচ্ছ নথি হস্তান্তর করেছে বিবাদী পক্ষ। বিচারক ভারতীয় প্রতিষ্ঠানটিকে লিখিত জবাব জমা দেওয়ার তিন সপ্তাহ সময় দিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর