ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কারা এই ‘স্ক্যাটার্ড স্পাইডার', তাদের কেন খুঁজছে এফবিআই?
অনলাইন ডেস্ক

হ্যাকার দল ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর সদস্যদের ধরতে কাজ করছে মার্কিন তদন্ত সংস্থা-এফবিআই।

এই হ্যাকার দলটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে সক্রিয়। এখন পর্যন্ত তারা ডজনখানেক মার্কিন সংস্থায় সাইবার হামলা চালিয়েছে। 

জানা গেছে, এই হ্যাকার দলের বেশিরভাগ সদস্যই ১৯ থেকে ২২ বছর বয়সী। এই দলটিই গত বছর (২০২৩) ক্যাসিনো কোম্পানি ‘এমজিএম রিসোর্টস ইন্টারন্যাশনাল’ ও ‘সিজার্স এন্টারটেইনমেন্ট’-এর সিস্টেমে প্রবেশ করে মোটা অংকের মুক্তিপণ দাবি করেছিলো। সেই থেকেই খবরের শিরোনামে উঠে আসে এই হ্যাকাররা।

এফবিআইয়ের সাইবার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্রেট লেদারম্যান বলেছেন, এমন অপরাধী কার্যক্রম চালানো লোকদের মামলার আওতায় আনতে আমরা কাজ করছি। তার মতে, দলটি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল পশ্চিমা দেশগুলোর হ্যাকারদের বিরল এক জোট থেকে, যারা কাজ করেছে পূর্ব ইউরোপের অভিজ্ঞ সাইবার অপরাধীদের সঙ্গে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর