ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফোন হ্যাং হলেও যেভাবে রিস্টার্ট করবেন
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

সারাদিন নানান কাজে স্মার্টফোন ব্যবহার করেন সবাই। দেখা যায় জরুরি কাজের সময় ফোন হ্যাং হয়ে কাজ করছে না। তখন পড়তে হয় অনেক বড় ঝামেলায়। নানা কারণে ফোন হ্যাং হতে পারে। তবে বিপত্তি বাঁধে তখন যখন হ্যাং হয়ে পাওয়ার অন হয়ে থাকে।

এমন এক পরিস্থিতিতে পড়তে হয় যে ফোন বন্ধও করা যায় না। আবার জরুরি কাজও করা যায় না। তবে ছোট্ট একটি ট্রিকস জানা থাকলে সহজেই ফোনের পাওয়ার অফ করতে পারবেন। অনেক সময় এমন হয় যে ফোন রিস্টার্ট করলেই ঠিক হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফোন হ্যাং হলেও রিস্টার্ট করতে পারবেন-

মোবাইলের শব্দ বাড়ানো ও কমানোর বোতাম ও পাওয়ার বোতাম, সব একসঙ্গে ১০ সেকেন্ড টিপে ধরে রাখতে হবে। তারপরেই কিন্তু ফোন নিজে থেকে রিস্টার্ট নেবে। সমাধান খুব সহজ। তবে না জানা থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া হতেই পারে কঠিন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর