ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গত বছর সাত লাখের বেশি ওয়েব থ্রেটস ব্লক করেছে ক্যাস্পারস্কি সিক্যুরিটি সল্যুশন
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানে ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে সাত লাখের বেশি ওয়েব থ্রেটস শনাক্ত ও ব্লক করেছে ক্যাস্পারস্কি সিক্যুরিটি সল্যুশন। তাদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে থ্রেটস শনাক্তের পরিমাণ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গতবছর দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দৈনিক গড়ে দুই হাজারের বেশি অনলাইন হামলা চালিয়েছে সাইবার অপরাধীরা। ওয়েব-বেস থ্রেটস বা অনলাইন থ্রেটস এক প্রকার সাইবার নিরাপত্তা ঝুঁকি, যার ফলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত অ্যাক্টিভিটি বা ঘটনা সংঘটিত হতে পারে। এন্ড-ইউজারের অসতর্কতা, ওয়েব সার্ভিস ডেভেলপার, অপারেটর বা ওয়েব পরিষেবা থেকে এমনটা হতে পারে। ওয়েব থ্রেটস ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই ক্ষতি করতে পারে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর