ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার বয়স্কদের যত্ন নিচ্ছে রোবট
অনলাইন ডেস্ক

এবার বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষদের সেবার কাজ করছে রোবট। জার্মানির এরলেনবাখ শহরে কারিটাসের সেন্ট জন্স বৃদ্ধাশ্রমে কাজ করছে এই রোবটগুলো।

মনুষ্য আকারের এই রোবট মতো দেখতে এই হিউম্যানয়েড রোবটগুলো কাজ করে।

উচ্চতা বেশি হওয়ায় এই রোবটগুলো বৃদ্ধাশ্রমে থাকা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ৪০ হাজার ইউরো দিয়ে কেনা এই রোবটগুলো কয়েক বছর ধরেই কাজ করছে বৃদ্ধাশ্রমটিতে। 

পেপার, জেমি ও ইয়ানি নামের রোবটগুলো মানুষের বিকল্প হিসাবে কাজ করছে না বরং তারা কাজ করছে না মানুুষ কর্মীদের সহায়ক শক্তি হিসাবে। 

তবে বাসার কাজে রোবটকে পুরোপুরি ব্যবহার উপযোগী করতে আরও সময় লাগবে। গার্মি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। দৈনন্দিন কাজের পাশাপাশি সেই রোবট টেলিমেডিসিনের ক্ষেত্রেও সহায়তা করতে পারবে, এমনটা আশা করা হচ্ছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর