ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ার সাথে সম্পর্ক, মার্কিন নিষেধাজ্ঞায় ক্যাসপারস্কি
নিজস্ব প্রতিবেদক

পুতিন প্রশাসনের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ক্যাসপারস্কির তৈরি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বিক্রির ওপর নিষেধাাজ্ঞা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রতিষ্ঠানটি আর যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়ার বিক্রি করতে পারবে না। 

মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো জানিয়েছেন, ক্যাসপারস্কি ওপর মস্কোর প্রভাব মার্কিন অবকাঠামো এবং পরিষেবার জন্য গুরুতর ঝুঁকির তৈরি করতে পারে। সেকথা বিবেচনায় নিয়েই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েেছে।

তিনি বলেন, মার্কিনিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো নিজ স্বার্থে ব্যবহারের রুশ সামর্থ্য ও ইচ্ছার কারণে যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।

সফটওয়্যার বিক্রি হওয়ার পাশাপাশি ইতোমধ্যেই বিক্রি করা সফটওয়্যার আর আপডেট দিতে পারবে না ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছে। মার্কিন নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়ার মতো কোনো কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনবিক্রয় ও পণ্যের লাইসেন্সিং ডাউনলোড নিষিদ্ধ করা হবে। পরিকল্পনা ঘোষণার ৩০ দিনের মধ্যে ক্যাসপারস্কির ব্যবসা সীমাবদ্ধ করা হবে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর