ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ট্রাম্পের ওপর হামলা, ‘আয়রন ম্যান স্যুট’ বানাতে চান মাস্ক
অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার পরই নতুন আইডিয়া নিয়ে হাজির ইলন মাস্ক। এবার তিনি মার্ভেলের সুপারহিরো আয়রন ম্যান ধাঁচের ‘ধাতব স্যুট’ তৈরির ইঙ্গিত দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক লেখেন, ‌‘হয়ত এখন সেই উড়ুক্কু ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে।’ 

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পরপরই মাস্ককে নিজের নিরাপত্তা বাড়াতে বলেছেন এক্স ব্যবহারকারীদের কেউ কেউ।

মাস্ক বলেন, ‘সামনে বিপদ’। এমনকি ‘গত আট মাসে’ দুইজন ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, এমন দাবিও করেন তিনি।

মাস্ক আরও জানান, ‘তাদেরকে বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। তারা টেক্সাসে অবস্থিত টেসলার সদরদপ্তর থেকে মাত্র ২০ মিনিট গাড়ি চালানোর দূরত্বে অবস্থান করছিল।’

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে নির্বাচনে জেতানোর লক্ষ্যে কাজ করা রাজনৈতিক কমিটি ‘আমেরিকা প্যাক’-এও অনুদান দিয়েছেন মাস্ক। তবে, অনুদানের পরিমাণটি অপ্রকাশিত।

 

বিডি প্রতিদিন/এনইএচ



এই পাতার আরো খবর