নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবির নির্বাচনী প্রচারণায় হামলা চালানো হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
পরে প্রাণ রক্ষায় স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন বিএনপি মনোনীত এ প্রার্থী। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় দোকান থেকে বের হয়ে আসেন ছবি।
অভিযোগ করে ছবি জানান, প্রচারণার শুরুর পর থেকে মোট পাঁচ বার নির্বাচনী গণসংযোগে প্রতিপক্ষ হামলা চালায়। এ ঘটনায় ৫০ নেতা-কর্মী আহত হলে তিন দিন প্রচারণা বন্ধ রাখি।
তিনি আরও জানান, সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ক্যাম্প অধিনায়ক এবং বিজিবি ক্যাম্পের কমান্ডিং অফিসারকে অবহিত করে বিকেলে শহরের তেবাড়িয়া এলাকায় নেতা-কর্মীদের নিয়ে জনসংযোগে বের হয়। এসময় নেতা-কর্মীদের নিয়ে হুগোল বাড়িয়া ব্রীজ থেকে তেবাড়িয়া ধানহাটার দিকে যাওয়ার সময় হামলা চালানো হয়। পরে নিজের নিরাপত্তায় স্থানীয় একটি ওষধের দোকানে অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টার পর পুলিশের সহায়তায় সেখান থেকে বের হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন