ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সীতাকুণ্ডে আ.লীগ প্রার্থীর গণসংযোগে পেট্রোল বোমা হামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের মহাজোটের প্রার্থী দিদারুল আলমের গণসংযোগে ‘পেট্রোবোমা’ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে সীতাকুণ্ড ভাটিয়ারী ইউপি’র জাহানারাবাদ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের কমপক্ষে ১০ নেতা কর্মী আহত হয়েছেন। 

আহতরা হলেন- সহিদুল ইসলাম শাহেদ মেম্বার, যুবলীগ নেতা নূর উদ্দিন, সাদ্দাম, তৈয়ব, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আবু সালেক, তমলিম। এদের মধ্যে সাদ্দাম, সাহেদ মেম্বার, নূর উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, সীতাকুণ্ডে পেট্রোল বোমা হামলায় আহত ৪ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দগ্ধ ৩ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, সীতাকুণ্ড ভাটিয়ারী ইউপি'র জাহানারাবাদ ২নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভাটিয়ারী ইউপির মেম্বার সহিদুল ইসলাম শাহেদের নেতৃত্বে নৌকার গণসংযোগ চলছিল। একই সময় ধানের শীষের নেতা-কমীরাও গণসংযোগে ছিল। হঠাৎ করে নৌকার গণসংযোগকারীদের উপর দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোল বোমা ও হাত বোমা ছুড়ে মারে। এ সময় আওয়ামী লীগের কমপক্ষে ১০ নেতা কর্মী আহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিডি প্রতিদিন/মাহবুব/এনায়েত করিম



এই পাতার আরো খবর