ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশে স্বাধীনতার স্বপক্ষই থাকবে : শেখ সেলিম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বাংলাদেশে আর দুটি পক্ষ থাকবে না। একটাই পক্ষ থাকবে। সেটা হলো স্বাধীনতার স্বপক্ষের শক্তি। বিপক্ষ বলে কোনো কিছু থাকবে না। স্বাধীনতার পক্ষ-বিপক্ষ করেছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ এর ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করেছিলাম। তখন একটিই পক্ষ ছিল। 

উপজেলার কাজুলিয়া পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমি স্কুল মাঠে আয়োজিত সোমবার সন্ধ্যায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এনির্বাচনে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে পরাজিত করতে হবে। চিরতরে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি বন্ধ করে দিতে হবে। বিগত দশ বছরে মানুষ শান্তিতে আছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হচ্ছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এফবিসিসিআই এর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর