ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনা-৫ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি:

হামলা, ভাঙচুর, পুলিশের হয়রানি, গণগ্রেফতার, ও নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার। মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলার কান্দাপড়া গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় আবু তাহের তালুকদার বলেন, সরকার দলীয় লোকজন ও পুলিশের হামলা মামলার কারণে প্রচারণায় বের হতে পারছেন না কর্মী-সমর্থকরা। গত সোমবার সন্ধ্যায় তাদের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়। গুলিবিদ্ধও হয় কয়েকজন। ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। প্রতিদিন প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটছে। তাই সামনের দিনগুলোতে নির্বাচনী পরিবেশ তৈরি করে প্রচারণা চালানোর সুযোগ দেয়ার জন্য ইসির প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ভোটারদের ভেতরে এক ধরনের ভয় ভীতিও সৃষ্টি করছে তারা।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর