ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বানারীপাড়ায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিকবেদক, বরিশাল:

বরিশাল-২ আসনের বানারীপাড়ায় আওয়ামী লীগের প্রচারণায় হামলার ঘটনায় বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলা যুবলীগ নেতা নুরুল হুদা তালুকদার বাদী হয়ে সান্টুকে প্রধান অভিযুক্ত করে ৪৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। 

ওই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম সরদার, আলমগীর হোসেন, বাবুল হোসেন, মাসুদ শেখ, মোজাম্মেল গোমস্তা, শহিদুল ইসলাম বেপারী, শরীফ বাহাদুর, সাইফুল ইসলাম, লিটন বেপারী, আয়নাল হক, মোকাদ্দেস বেপারী, ফজলুল হক ও বাবুল মিয়া সহ ১৪ জনকে গ্রেফতার করে। 

আজ মঙ্গলবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান।

বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু জানান, তাকে নির্বাচনের মাঠের বাইরে রাখতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর