ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'নির্বাচন তখনি নিরপেক্ষ হবে, যখন নির্বাচন কমিশন বিএনপির পক্ষ নিবে'!
নোয়াখালী প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেছেন, এই নির্বাচনটা তখনি নিরপেক্ষ হবে যখন নির্বাচন কমিশন বিএনপির পক্ষ নিবে। বিএনপির পক্ষ না নিলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকবেনা, এটাই তাদের মানসিকতা। 

তিনি মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন।  এ সময় তিনি বলেন, এর আগে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলে মন্তব্য করায় বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের প্রশংসা করে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশাবাদব্যক্ত করেছিল।

এ ছাড়া ব্যারিস্টার মওদুদ আহমেদের গাড়েতে হামলার প্রসংঙ্গে তিনি বলেন, বিএনপির নেতা কর্মীরা নিজেরা নিজেদের গাড়ি ভেঙ্গে আওয়ামী লীগের উপর দোষ দেয়। এটা তাদের স্বভাব। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লা খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও সুপ্রীম কোর্টের সাবেক সাধারন সম্পাদক ড. বশির আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন-সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর