ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোরেলগঞ্জে জামায়াত-বিএনপি'র ৯৯ নেতাকর্মী আটকের ঘটনায় ২ মামলা
মোরেলগঞ্জ প্রতিনিধি:
প্রতীকী ছবি

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের বাড়িতে চলতে থাকা কর্মী সভা থেকে ৯৯ জন নেতাকর্মী আটকের একদিন পর বুধবার সন্ধ্যায় থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। 

থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বুধবার সন্ধা ৬টায় বলেন, আব্দুল আলীমের বাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের (পেট্রোল বোমা, ককটেল) বিষয়ে পুলিশ বাদি হয়ে দু’টি মামলা দায়ের করেছে। অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় এজাহার অনুযায়ে আসামি ১৮জন। বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় এজাহারে আসামি ৯৯জন। এছাড়া উভয় মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছেন অনেক। উভয় মামলার এজাহার নামায় আসামিরা আটক আছেন। 

প্রসঙ্গত, মঙ্গলবার ধানের শীষের প্রার্থী আব্দুল আলীমের বাড়িতে কর্মী সভা চলাকালে পুলিশ সেখান থেকে প্রার্থীসহ ১০০ জনকে আটক করে। পরে প্রার্থীকে ছেড়ে দেয়। ওই সময় পুলিশ একটি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ৬টি পেট্রল বোমা, ৯টি ককটেল ও কিছু লাঠিসোটা উদ্ধার করে।

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর