ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোটের মাঠে থাকবে ১০ হাজার র‌্যাব সদস্য: বেনজীর
অনলাইন ডেস্ক

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা হলে ব্যবস্থা নিতে র‌্যাব প্রস্তুত রয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সারাদেশে র‌্যাবের ৫৭ টি ক্যাম্প করা হয়েছে। সেখানে মোতায়েন থাকবে ১০ হাজার সদস্য।  

জাতীয় নির্বাচনের নিরাপত্তা বিষয়ে বৃহস্পতিবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে যেকোনো ধরনের সহিংসতা বা অন্য জরুরি প্রয়োজনে যেতে র‌্যাবের ২ হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে এটির অনুমতি নেয়া হয়েছে। 

এছাড়া র‌্যাবের একটি স্পেশাল বাহিনী রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তারাও দেশের যেকোনো প্রান্তে ছুটে যাবে। গতকাল থেকে সারাদেশে র‌্যাব সদস্য মোতায়েন করা শুরু হয়েছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

 



এই পাতার আরো খবর