ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক মঞ্চে তিন প্রজন্ম, ভোট চাইলেন নৌকায়
নিজস্ব প্রতিবেদক, যশোর:

১৯৯১ ও ১৯৯৬ সালে পরপর দুইবার নৌকা প্রতীক নিয়ে যশোর-২ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। হয়েছিলেন জাতীয় সংসদের হুইপও। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি।

তা সত্ত্বেও এ আসনে দলীয় মনোনয়ন পাওয়া ডাক্তার নাসির উদ্দিকে বিজয়ী করতে নিজের তিন প্রজন্মকে নিয়ে এ আসনের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার গ্রামে গ্রামে ঘুরছেন। নৌকাকে বিজয়ী করতে একই মঞ্চে বক্তৃতা করছেন তিনি নিজে, তার দুই ছেলে মোস্তফা আশিষ ইসলাম ও মোস্তফা কৌশিক ইসলাম ও নাতি মোস্তফা তাওহিদ তাজওয়ার দ্রোহ। নৌকার পক্ষে তিন প্রজন্মের এ প্রচারণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর