ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে নৌকার পক্ষে মতবিনিময় সভা
শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন'র (বিএফইউজে) যুগ্ম মহাসচিব এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল মজিদ শেরপুরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নিউ মার্কেটস্থ হোটেল সম্রাটের হলরুমে শেরপুরের ৩টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় আব্দুল মজিদ বলেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর হাতকে শক্তিশালী করেত আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য। এছাড়া তিনি নির্বাচন পর্যবেক্ষণে সেসব বেসরকারি সংস্থার পর্ববেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তারা যেন সঠিক চিত্র তুলে ধরে তথ্য প্রদান করেন সেদিকেও খেয়াল রাখার জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ রাখেন।

এ সময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর