ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিরলে নৌকা মার্কার নির্বাচনী গণসংযোগ
দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে রাজনীতি করে, ভোগের রাজনীতি করে না। তাই এদেশের মানুষ আওয়ামী লীগর নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আগামীতে বিরল হবে দিনাজপুর জেলার অর্থনৈতিক চালিকা শক্তি। এখানে একটি জুট মিল স্থাপন হয়েছে। স্থলবন্দর চালু ও কালিয়াগঞ্জ শালবাগানকে জাতীয় উদ্যান ঘোষণার পরিকল্পনা নেয়া হয়েছে। 

আজ বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচন পূর্ববর্তী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

বৃহষ্পতিবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা। বিকাল হতে হতেই বিভিন্ন এলাকার মানুষজনের আগমনে সন্ধ্যা গড়াতেই মাঠটির চারিদিকে কানায় কানায় ভরে উঠে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আব্দুল লতিফ এর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ডা. মানবেন্দ্র রায় মানব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধূরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ইদ্রিস আলী, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর