ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাতির স্বার্থে ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি : সুলতান মনসুর
মৌলভীবাজার প্রতিনিধি
সংগৃহীত ছবি

কোনো দলে যোগদান নয়, জাতির স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। মৌলভীবাজার-২ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তারপরও ভোট গণণা পর্যন্ত মাঠে থাকার কথা ব্যক্ত করেছেন ঐক্যফ্রন্টের এই প্রার্থী। 

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এখনও আওয়ামী লীগের কর্মী, শুধু নির্বাচনের জন্য একটি নিবন্ধিত দলের পেপার জমা দিতে হয় বলে আমি গণফোরামের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। 

এ সময় সুলতান মনসুর অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রতীকসহ লিফলেট বিতরণ ও পোস্টার টানাতে গিয়ে বিভিন্ন স্থানে আমার কর্মী সমর্থকদের মামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। কেনো কোনো স্থানে তাদের ওপর হামলাও হয়েছে। কতিপয় সরকার দলীয় সমর্থক আমার নির্বাচনী সভামঞ্চ ভাঙচুর, আমার সমর্থকদের ওপর হামলা এবং গণসংযোগে বাধা দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় ছয়'শ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। 

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার বারের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক এমপি নবাব আলী আব্বাস, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবেদ রাজা প্রমূখ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর