ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোট চাইতে গিয়ে তন্ময়কে নিয়ে যা বললেন স্ত্রী ইফরার
অনলাইন ডেস্ক
প্রচারে শেখ তন্ময়ের স্ত্রী শেখ ইফরার

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিন স্বামীর পক্ষে ভোট চেয়ে জনসভায় বক্তব্য দেন বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের স্ত্রী শেখ ইফরার।

এদিন বিকালে ঐতিহাসিক খানজাহান আলী কলেজ মাঠের জনসভায় তন্ময়ের স্ত্রী বলেন, “ও খুব ভালো মানুষ। আর ভালো মানুষ কখনও খারাপ কাজ করতে পারে না। খারাপ মানুষ দিয়ে কখনও ভালো কাজ হয় না। আমি তন্ময়ের জন্য আপনাদের কাছে ভোট চাই।”

এ সময় ভোটাররা মুহুর্মুহু স্লোগান দেন ও তাকে স্বাগত জানান।

জনসভায় দেয়া ভাষণে শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, নেতা হতে আসিনি-এসেছি আপনাদের সেবা করতে। আপনাদের কাছে একটিই চাওয়া-আমাকে সেবা করার সুযোগ দিন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমি যেন সেই ভালোবাসার মূল্য দিতে পারি।

প্রসঙ্গত, শেখ তন্ময় বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বাবা শেখ হেলাল বঙ্গবন্ধুর ভাতিজা।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর