ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে দুটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়াল লাঙ্গল প্রার্থী
দিনাজপুর প্রতিনিধি:

সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দিনাজপুরের দুটি আসনে লাঙ্গল মার্কার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এসময় তারা বলেন, প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে সবাই ভোট দিবেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও মো. মোনাজাত চৌধুরী একাদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। শুক্রবার সকালে এই দু’প্রার্থী দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের জাপা প্রার্থী মো. জুলফিকার হোসেন জানান, মহাজোটের উম্মুক্ত প্রার্থী হিসেবে ভোটারদের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। এ জন্য দলের বৃহত্তর স্বার্থে দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে ও প্রত্যাশানুযায়ী নির্বাচনী প্রচারণা ও আসন থেকে সরে দাঁড়াচ্ছি। ব্যক্তির চেয়ে দল বড়, তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সংবাদ সম্মেলনে একই ঘোষণা দেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মোনাজাত চৌধুরী।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর