ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রার্থীশূন্য বগুড়া-৭ আসনে কাউকে সমর্থন দেবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

দলীয় প্রার্থী শূন্য বগুড়া-৭ আসনে বিএনপি অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেবে না বলে জানিয়েছেন এই আসনের সাবেক এমপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কোনো কোনো প্রার্থী বিএনপির সমর্থন পেয়েছেন বলে প্রচারণা চালানোকে গুজব বলেও উড়িয়ে দিয়েছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়ার উপদেষ্টা।

হেলালুজ্জামান তালুকদার জানান, সরকার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়াকে নির্বাচন করতে দেয়নি। এখানে ধানের শীষের বিকল্প প্রার্থী করা হয়েছিল গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলকে। পদত্যাগ গৃহীত না হওয়ায় মিল্টনের এবং পদত্যাগ না করায় বাদলের প্রার্থীতা বাতিল করেছে আদালত। এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী থাকছে না। তাই বিএনপির হাই কমান্ডের নির্দেশে সেখানে অন্য কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ফোনে সব নেতাকর্মীদের অবহিত করা হয়েছে। নিজেদের প্রার্থী না থাকায় বিএনপির নেতাকর্মীরা কেউ কেন্দ্রে যাবেন না। কেউ প্রলুব্ধ হয়ে অন্য কোনো প্রার্থীর নির্বাচন করলে তার দায় দল (বিএনপি) নেবে না। নির্বাচনে জেতার জন্য কোনো কোনো প্রার্থী বিএনপি সমর্থন পেয়েছেন বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা গুজব।

শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক শাহীন জানান, বগুড়া-৭ আসন থেকে ষড়যন্ত্র করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাতিল করা হয়েছে। এই আসন থেকে বিএনপি কাউকে সমর্থন দেয়নি। বিএনপি দলীয় কোনো নেতার সঙ্গে কোনো প্রার্থী আঁতাত করলে তার দায়ভার দল বহন করবে না।

বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর