ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল)
বাবার আসন পুনরুদ্ধারের দায়িত্ব কুঁড়ি সিদ্দিকীর কাঁধে
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাবা কাদের সিদ্দিকীর সঙ্গে তার বাবা বঙ্গবীর কাদের সিদ্দিকী (ফাইল ছবি)
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভোট যুদ্ধে নবীণ ও প্রবীণ দুই প্রার্থী। ‘৭১-এ মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি এখন আওয়ামী লীগের দখলে। ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করে ২০০১ সালে নির্বাচিত হয় তার দল। তারপর থেকেই এ আসনটি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আসন বলে পরিচিত হলেও ২০০৮ ও ২০১৪ সালে এখানে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়। বর্তমানে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যডভোকেট জোয়াহেরুল ইসলাম।    অন্যদিকে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তার মেয়ে বয়সে তরুণ কুঁড়ি সিদ্দিকী ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লন্ডনে ব্যারিস্টারে অধ্যয়নরত এই নারী প্রার্থীকে বিজয়ী করে দলীয় অস্তিত্ব রক্ষা করতে চায় স্থানীয় বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে কাজী আশরাফ সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীক নিয়ে মওলানা আব্দুল লতিফ ও এনপিপি’র প্রার্থী আম প্রতীকে শফী সরকার নির্বাচন করছেন।     দুই উপজেলা মিলে টাঙ্গাইল-৮ আসনে ৩ লক্ষ ৪৬ হাজার ৬ শত ৪৬ জন ভোটার রয়েছেন।   বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব      


এই পাতার আরো খবর