ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুমিল্লা-৩ আসন
'ভয়-ভীতি উপেক্ষা করে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দিবে'
নিজস্ব প্রতিবেদক
কে এম মজিবুল হক (ফাইল ছবি)
হামলা-মামলা ও অব্যাহত গ্রেফতার সত্ত্বেও আগামী ৩০ ডিসেম্বর মুরাদনগরবাসী ধানের শীষের পক্ষে রায় দিবে বলে আশা প্রকাশ করেছেন কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, চরম এক বৈরী পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। যেখানে প্রচার-প্রচারণা ও গণসংযোগে কোন লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। প্রতিনিয়ত আমার নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের পুলিশ তাড়িয়ে বেড়িয়েছে। এখানো তারা বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে, হুমকি দিচ্ছে, যাতে করে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে ভয় পারে।    মজিবুল হক বলেন, গ্রেফতার ও পুলিশি হয়রানির মধ্য দিয়ে আমার ২২টি ইউনিয়নের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দেয়া হয়েছে। নৌকা প্রতীকের ক্যাডাররা আমার এজেন্টদের খুঁজে খুঁজে বের করছে এবং পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে। এমন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমার দল সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে।    তিনি বলেন, আশা করছি মুরাদনগরবাসী সকল বাধা 'প্রতিকূলতা ও রক্তচক্ষু' উপেক্ষা করে বরাবরের মতো এবারো ধানের শীষ প্রতীককেই নির্বাচিত করবেন। পুলিশ-বিজিবি-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুরাদনগরবাসীকে একটি দিন তাদের পছন্দ অনুয়ায়ী রায় দেয়ার সুযোগ করে দিন। কাউকে অযথা হেনস্তা করবেন না। মুরাদনগরের মানুষ শান্তি প্রিয়, তাদেরকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দিন। সরকারি দলের ক্যাডারদের আপনারা অনৈতিক সমর্থন দেবেন না। আমরাও শান্তিপূর্ণ অবস্থা বাজায় রাখতে চাই।    বিএনপির নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সকালে সকালে পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। এরপরে ভোট গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। জয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।   বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব      


এই পাতার আরো খবর