ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কক্সবাজার-৪; ১শ' ভোট কেন্দ্রের মধ্যে ৭৩টি ঝুঁকিপূর্ণ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১০০টি কেন্দ্রের ৭৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন স্থানীয় প্রশাসন।  

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ও উখিয়ার ওসি আবুল খায়ের বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে ৪৭টিকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ও ২৬ টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) এবং ২৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র জানায়, এ আসনের ১০ প্লাটুন বিজিবি, ২০০ পুলিশ, নৌবাহিনী ১০৯, র‌্যাব ৬০, কোস্টগার্ড ২০ ও আনসার সদস্য থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্র ও নিরঅস্ত্রসহ ১২জন করে এবং প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।  

উখিয়ার দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, ভোটের আগে, ভোটের দিন ও ভোটের পরে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নিবার্চন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যাযে কাজ করছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর