ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'ভোটাররা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভোটাররা বুথ ও কেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ভোটাররা চাইলে সাথে মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ভোট কেন্দ্রের ভেতরে তা সুইচ অফ রাখতে হবে। ভোটাররা কোনোভাবেই বুথ ও কেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন না। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।

নির্বাচন শান্তিপূর্ণ হবে জানিয়ে ইসি সচিব আরও বলেন, নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আরও হবে। ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনও যান্ত্রিক যানবাহন চলবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, সরকারি গাড়ি, সেবা সংস্থা- যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র পরিবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর