ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জনগণ মাঠে নামলে সব বদলে যাবে: বামজোট
নিজস্ব প্রতিবেদক

জনগণ মাঠে নামলে সব বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। আজ পুরানা পল্টনের কমিউনিস্ট পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ২০১৪ সালের মতো এবারও খালি মাঠে গোল করার সুযোগ না পেয়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস, হামলা, মামলা, হুমকি-ধামকি দিয়ে ‘আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত ভোটে জেতার’ আয়োজন সম্পন্ন করেছে।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে নির্বাচন কমিশনের কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি বরং সরকারের নীল নকশা বাস্তবায়নে তারা তৎপর রয়েছে। নির্বাচন কমিশন দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি তাই হয়, তাহলে যে সকল গ্রেপ্তার, হামলা, মামলা হচ্ছে তা কমিশনের হুকুমেই হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন একাকার হয়ে ‘নিয়ন্ত্রিত  নির্বাচনের’ নীল নকশা বাস্তবায়ন করছে।এটি বস্তবায়িত হলে , তা দেশের ইতিহাসে নজিবিহীন, অন্যতম কলংকজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে।

বিবৃতিতে বলা হয়, বাম জোটের প্রার্থীসহ বিরোধী দলের উপর সন্ত্রাস, নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ কমিশনে করা হলেও তার কোন অভিযোগ তদন্ত করার ব্যবস্থা করেনি বরং আমলাতান্ত্রিক জটিলতায় অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতায় নির্বাচন পার হয়ে যাচ্ছে। অথচ প্রয়োজন ছিল কমিশনের সুয়োমটো করা। সবার অবাধ প্রচারের সমসুযোগ নিশ্চিত হয়নি। সব চলছে প্রধানত একতরফাভাবে সরকার দলের পক্ষে।

এছাড়া বিবৃতিতে দেশবাসীর প্রতি বেশ কিছু আহ্বান জানিয়েছেন নেতারা। এগুলোর মধ্যে আগামীকাল সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দিতে হবে, যেন অন্য কেউ দিতে না পারে, নির্বাচনের দিন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কার্যালয়ে সার্বক্ষণিক মনিটরিং সেল খোলা থাকবে। সারা দেশের সকল আসনের যে কোন অনিয়ম, ঘটনা, দুর্ঘটনা সাথে সাথে কেন্দ্রীয় মনিটরিং সেলে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

 



এই পাতার আরো খবর