ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাতক্ষীরায় ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়েছে। শনিবার সকালে জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত থেকে নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু করেন।

সাতক্ষীরার-৪টি সংসদীয় আসনে ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৬ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।

এছাড়া ১ হাজার ৫শ’ সেনাসদস্য ও ১৪ প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছেন। জেলার সংসদীয় ৪টি আসনে মোট ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ১০৭ টি সাধারণ ও ৪৯০টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৬০ হাজার ২৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮১ হাজার ৫৪০ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৭১১ জন।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর