ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালের ৮০৫ কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম। 

শনিবার বেলা ১১টার পর থেকে জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের পিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বুঝে নেন। এর পরপরই তারা নিরাপত্তা বাহিনীসহ নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন। কেন্দ্রে কেন্দ্রে রাত্রী যাপনের পর রবিবার সকাল ৮টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ভোট গ্রহণ। 

শনিবার বেলা ১২টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সদর (বরিশাল-৫) আসনের ১৭৪টি কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনী সামগ্রী ১৭৪জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

পরে তারা সেখানে মালামাল গণনা করে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন তারা।

একইভাবে বরিশাল-১ আসনে ১১৫টি কেন্দ্রে, বরিমাল-২ আসনে ১৩৬টি কেন্দ্রে, বরিশাল-৩ আসনে ১২৩টি কেন্দ্রে, বরিশাল-৪ আসনে ১৪৮টি কেন্দ্রে এবং বরিশাল-৬ আসনের ১০৯টি কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে যাবতীয় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। 

ভোট নিয়ে কোনো চাপ অনুভব কিংবা কোনো ভয়ভীতি বা হুমকি নেই বলে জানিয়েছেন বরিশাল সদর আসনের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রের প্রিজাইজিং কর্মকর্তা রেজাউল করিম। 

এর আগে জেলা পুলিশ লাইনসে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটগ্রহণ সংক্রান্ত দিক নির্দেশনা দেন পুলিশের কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর