ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের ৪টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সরঞ্জামাদি। 

শনিবার সকাল থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী লক্ষ্মীপুর-৩ সদর আসনের প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দিতে দেখা গেছে। একইভাবে  জেলার অন্যান্য আসনেও নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। 

এদিকে, অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে টহলে রয়েছে তারা।

জানা যায়, জেলার ৪টি আসনেঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এসব আসনে মোট ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রযেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে ৪৪৬ টি কেন্দ্রের মধ্যে ৩৪৬ টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর