ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সিরাজগঞ্জে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার জেলার ৬ টি সংসদীয় আসনে মহাজোট ও ঐক্যফ্রন্টসহ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ টি আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রে ৪৫৭৫টি বুথে ২১ লাখ ৯৬ হাজার ১৬৫ ভোটার ভোট প্রদান করবেন। ইতোমধ্য প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সরঞ্জামাদি পৌঁছে গেছে।

জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণ শেষে ফলাফল শীট প্রার্থীর এজেন্টদের বুঝিয়ে দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। 

পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণেরর জন্য কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, টহল পার্টি ও স্ট্রাইকিং ফোর্সসহ তিন স্তরেরনি রাপত্তা গ্রহণ করা হয়েছে। ১৭৮ জন পুলিশ, ২২৮ জন র‌্যাব, ৫৪০ জন বিজিবি, ৩৫০ জন সেনাবাহিনী ও ১০ হাজার ২৮ জন আনসার সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর