ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করবে পৌনে ১২ লাখ ভোটার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় ৩টি আসনে এবার ১১লাখ ৭৫হাজার ৭৬৩জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। জেলার ৩টি সংসদীয় আসনে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

এবারের নির্বাচনে জেলার ৩টি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৪৬৭টি। এগুলোর মধ্যে সদরে রয়েছে ১৫০টি, শিবগঞ্জে ১৫৮টি, ভোলাহাটে ৩২টি, গোমস্তাপুরে ৭৩টি এবং নাচোল উপজেলায় ৫৪টি। এসব কেন্দ্রে ৪৬৭জন প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৩৩৪জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৪হাজার ৬৬৮জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। 

ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌছে গেছে। আজ শনিবার সকাল থেকে সবকটি আসনে নির্বাচন সামগ্রী পাঠানোর কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন বলেছেন, সদর উপজেলার চরা লের ৬টি ইউনিয়নে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি জানান, চরাঞ্চলে অবস্থিত ৬টি ইউনিয়নের ভোটারদের ভোট নিয়ে উদ্বেগের কথা মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ওইসব এলাকার প্রতিটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর