ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোপালগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী
গোপালগঞ্জ প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন সম্পন্ন করতে গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। আজ সকাল ১১টা থেকে জেলার সকল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমচোনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়।

এসব সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়।প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী, আইন-শৃঙ্খলা-বাহিনী সদস্য ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন।

এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৯৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার লাখ ৪২ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার চার লাখ ৩৭ হাজার ১১৬জন। এ তিনটি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৮৮টি। আর কক্ষ রয়েছে এক হাজার ৭২৯টি।

এ তিনটি আসনে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শহর ও উপজেলাসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বিজিবি। ইতিমধ্যে নিরাপত্তার সকল প্রস্তুতি শেষ করেছে তারা।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর