ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হবিগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী
হবিগঞ্জ প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জের ৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। ভোট গ্রহণের লক্ষে নির্বাচনী সামগ্রীগুলো ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুর থেকে এসব মালামাল প্রেরণ করা হয়। একই সাথে প্রিসাইডিং, পোলিং অফিসার ও নিরাপত্তাকর্মীরা ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছেন।

প্রায় মাসব্যাপী নির্বাচনী প্রচারণাকালে কয়েকটি গ্রেফতারের ঘটনা ছাড়া তেমন কোন সহিংসতা ঘটেনি। তবে জেলার ৪টি আসনে মোট ২৪ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের মাঝে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ জন। এর মাঝে পুরুষ ৭ লাখ ১০ হাজার ৩৫৯ জন এবং মহিলা ৭ লাখ ১৫ হাজার ২০৫ জন। মোট ভোট কেন্দ্র আছে ৬৩৩টি। এর মাঝে ৪২২টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর