ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন
ভোলা প্রতিনিধি:

শান্তিপূর্ণ পরিবেশে ভোলা জেলার ৪টি আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে। সকাল থেকে ভোলার গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় নৌ-বাহিনীর টহল অব্যহত রয়েছে। 

ভোলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোলায় ৮শত নৌবাহিনীর সদস্য, ৮ প্লাটুন (১৯৬জন) বিজিবি, ১৮ প্লাটুন কোস্টগার্ড সদস্য ভোলায় দায়িত্ব পালন করছে। পাশাপাশি ১ হাজার ৭০০ পুলিশ এবং ১৫৬০ জন আসনার সদস্য দায়িত্ব পালন করবে। এ ছাড়াও ২ জন অফিসারের নেতৃত্বে র‌্যাবের ৮টি টিম ভোলার ৪টি নির্বাচনী আসনে সার্বক্ষণিক টহলের দায়িত্বে রয়েছে। এ ছাড়া জেলার ৪টি আসনে ৫০১ জন প্রিজাইডিং অফিসার, ২৮৪৮ জন সহকারী প্রিজাইডিং এবং ৫৭০০ পোলিং অফিসারসহ মোট ৯০৪৯ জন কর্মকর্তা কর্মচারী ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন। 

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ভোলা-১ আসনে ভোট কেন্দ্র ১১৩, ভোলা-২ আসনে ১১২, ভোলা- ৩ আসনে ১১৫ এবং ভোলা -৪ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রসহ জেলায় মোট ৪৭৬টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্র দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে।  এদিকে শেষ পর্যন্ত ভোলা জেলায় ৪টি সংসদীয় আসনে মোট আওয়ামী লীগের ৪, বিএনপির ৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪, জাপা’র ২ এবং স্বতন্ত্র ১ জনসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।   এদিকে ভোলা-১ আসনে মোট ভোটর ৩,১০,০৪৮, নারী ১,৫১,৯১৬, পুরুষ ১,৫৮,১৩২; ভোলা- ২ আসনে মোট ভোটার ২,৯৭,২২১, নারী ১,৪৫,০০৫, পুরুষ ১,৫২,২১৬; ভোলা -৩ মোট ভোটার ২,৯৩,৬০৪, নারী ১,৪৫,০৮৬, পুরুষ ১,৪৮,৫১৮, ভোলা - ৪  মোট ভোটার ৩,৭২,৯৪৮, নারী ভোটার ১,৮০,৭৩৪, পুরুষ ১,৯২,২১৪ জন। 

প্রার্থীরা হচ্ছেন ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, বিএনপির গোলাম নবী আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা ইয়াছিন নবীপুরী, জাপা’র কেফায়েত উল্লাহ নজিব; ভোলা -২ আসনে আওয়ামী লীগের আলী আজম মুকুল, বিএনপির হাফিজ ইব্রাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান; ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন, বিএনপির মেজর (অব) হাফিজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো: মোসলেহ উদ্দিন, জাপা’র মো: নুরনবী সুমন এবং ভোলা -৪ আসনে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিএনপির নাজিম উদ্দিন আলম, ইসলামী আন্দোলনের মাওলানা এ্যাডভোকেট মো: মহিবুল্লাহ। 

এদিকে ভোলা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃংখলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। তিনি আশা করছেন শান্তিপূর্ণভাবেই ভোলায় ভোট গ্রহণ শেষ হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 



এই পাতার আরো খবর