ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পটিয়ায় দু’পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি

পটিয়ার জিরি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু সাদেক (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এই নিয়ে পটিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে দু’জন নিহত হলো। 

এর আগে শনিবার ভোট গ্রহণের আগের রাতে ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা খুন হন। একই ঘটনায় আরেক যুবলীগ নেতা মারাত্মক ভাবে আহত হয়েছেন। নিহত ওই যুবলীগ নেতার নাম দিল মোহাম্মদ। শনিবার রাত ১০ টার দিকে পটিয়ার কুসুমপুরা গুরুইনখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, রবিবার নিহত আবু সাদেক দক্ষিণ মালিয়ারা এলাকার আবুল কাশেম মেম্বারের ছেলে এবং তিনি ইসলামী ছাত্রসেনার কর্মী বলে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে আবু সাদেক নামের ওই শিক্ষার্থী নিহত হয়েছে। তার মাথায় ইটের আঘাত লেগেছে। এ ঘটনায় কুসুমপুরা ভোটকেন্দ্র অনেকক্ষণ বন্ধ ছিল বলে জানা গেছে।

 

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর