ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলনা-৫ ও ৬ আসনে ধানের শীষের দুই প্রার্থীর ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক, খুলনা
আবুল কালাম আজাদ (বামে) ও মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ ও ৬ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং আবুল কালাম আজাদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার ভোটগ্রহণের দুই থেকে তিন ঘণ্টার মাথায় তারা এই ঘোষণা দেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটগ্রহণ শুরুর পরপরই সকল কেন্দ্রে ভোট কক্ষের দরজা বন্ধ করে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হচ্ছে। সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশকিছু নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। যারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেককে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি প্রহসনের এই নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এদিকে খুলনা-৬ আসনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে তার নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট শাহ আলম বলেন, সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে জাল ভোট হচ্ছে। এ কারণে ভোট বর্জন করা হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর