ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ধানের শীষ প্রতীকের ৪৪ প্রার্থীর নির্বাচন বর্জন
অনলাইন ডেস্ক

ভোট কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ সহিংসতার নানা অভিযোগ তুলে সারাদেশে এ পর্যন্ত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ধানের শীষ প্রতীকের ৪৪ প্রার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ রবিবার সকাল ৮টায় শুরু হওয়ার পর বিকেল পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।   

এখন পর্যন্ত যেসব আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন : 

ঢাকা ১ ও ১৭, শেরপুর ২ ও ৩, জামালপুর ২, ৩ ও ৫, যশোর ১ ও ৫, ময়মনসিংহ ৩, ৫, ৬, ৯, ১০ ও ১১, রাজবাড়ী ১ ও ২, চাঁদপুর ১, ২, ৪ ও ৫, গাজীপুর ৫, নাটোর ২ ও ৩, খুলনা ৩, ৪, ৫ ও ৬, গাইবান্ধা ১, ২ ও ৫, বাগেরহাট ১, ২, ৩ ও ৪, নীলফামারি ২ ও ৩, জয়পুরহাট ১ ও ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন।  তবে বিচ্ছিন্নভাবে অনেক প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিলেও কেন্দ্রীয়ভাবে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর