ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ'র ভোট বর্জন
অনলাইন ডেস্ক
ভোট বর্জনের আগে গণমাধ্যম কর্মীদের কাছে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন পার্থ। ছবি: সংগৃহীত

এজেন্টদের ওপর হামলা, মারধর ও তাদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন ঢাকা-১৭ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রবিবার দুপুরে বারিধারায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ঐক্যফ্রন্টের এজেন্টদের ভোট কেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। এছাড়াও তার এজেন্টদের ওপর হামলা ও মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এক্ষেত্রে নারী এজেন্টও রক্ষা পায়নি।

বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর