ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যশোরে ধানের শীষের দুই প্রার্থীর ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-১ (শার্শা উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বেলা আড়াইটায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার আসনের ভোটকেন্দ্রগুলোতে নানা অনিয়মের অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেন। 

এর আগে যশোর-৫ আসনের (মণিরামপুর উপজেলা) ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ওয়াক্কাসের প্রধান নির্বাচনী এজেন্ট শফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন। 

যশোর-৩ (সদর) বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তার এলাকার ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন। এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন। 

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা) আসনের বেশিরভাগ কেন্দ্রে আগের রাতেই ভোট কেটে নেওয়া হয়েছে অভিযোগ করে এই আসনের ভোটগ্রহণ স্থগিত করার জন্য দুপুরে রিটানিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহুরুল হক। একই আসনের ন্যাপ (ভাসানি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী নানা অনিয়মের অভিযোগে ভোট বয়কট করেছেন।

বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর