ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলনা ও বাগেরহাটে ধানের শীষের ৯ প্রার্থীর ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা-১, ৩, ৪, ৫ ও ৬ এবং বাগেরহাট-১, ২, ৩ ও ৪ আসনে ধানের শীষের প্রার্থীরা ভোট বর্জন করেছেন। আজ রবিবার দুপুর আড়াইটায় খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

এসময় খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ও খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। এসব ব্যাপারে অভিযোগ করলেও নির্বাচন কমিশন বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হয়নি। 

খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, এসব ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট-২ আসনে দলের প্রার্থী এমএ সালাম বলেন, প্রতিটি সেন্টারে এজেন্টদের জোর করে বের করা দেওয়া হয়েছে। বুথ উঠায়ে ফেলে খোলা জায়গায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। ধানের শীষে যারা ভোট দিয়েছে, তারা কেন্দ্রের বাইরে এলেই মারধর করা হয়েছে।  

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর